রানা প্লাজা ধস
৪০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল
সোহাগ || রাইজিংবিডি.কম
রানা প্লাজা ধসের একাংশ (ফাইল ফটো)
ডেস্ক রিপোর্ট
ঢাকা, ২৪ ডিসেম্বর: সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় প্রায় ৪০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি বিক্রেতা ও শ্রমিক সংগঠন বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে এই তহবিল গঠন করবে।
নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এ মধ্যে তহবিল গঠন করা হবে। এতে অগ্রণী ভূমিকা রেখেছে বোন মার্শে, এল কোর্টে ইঙ্গেলস, লোবল এবং প্রাইমার্ক নামের চারটি প্রতিষ্ঠান। তবে কোনো আমেরিকান প্রতিষ্ঠান বা ব্যবসায়ী এখনো এই তহবিলে অংশগ্রহণের চুক্তিতে স্বাক্ষর করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ কার্যক্রমে নিয়োজিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী রানা প্লাজা দুর্ঘটনায় মৃতদের পরিবার গড়ে একজন মৃত ব্যক্তির জন্য ২৫ হাজার ডলার করে পাবেন। আর শতাধিক ব্যক্তি, যাদের অঙ্গহানি হয়েছে কিংবা গুরুতর আহত হয়েছেন, তারাও ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
এ তহবিল কমিটির সদস্যরা জানিয়েছেন তারা আশা করছেন যে, আগামী ফেব্রুয়ারি থেকেই তারা ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করতে পারবেন।তহবিল গঠনের কাজটি আন্তর্জাতিক শ্রম সংস্থার সমন্বয়ে সেপ্টেম্বর মাসেই শেষ করার কথা থাকলেও, তহবিল পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্তহীনতা, ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ ও ক্ষতিপূরণ দাবির বৈধতা যাচাই ইত্যাদি বিষয়ে পর্যাপ্ত কর্মপরিকল্পনাও এখনো গ্রহণ করা হয়ে ওঠেনি।
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে কয়েকটি বিষয়ে দৃষ্টিপাত করা হয়েছে। পোশাক শ্রমিকদের গড় আয়ু, প্রত্যেক মৃত শ্রমিকের মজুরি অপেক্ষাকৃত কতটা কমে গেছে, মৃত শ্রমিকদের সন্তান কতজন, পিতামাতার ভরণপোষণের দায়িত্বও মৃত শ্রমিকের ছিল কি না ইত্যাদি বিষয় ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের আগে বিবেচনা করা হবে।
এদিকে ক্ষতিপূরণের তহবিল গঠনের এই চুক্তিতে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান স্বাক্ষর করেছে তারা হলো বাংলাদেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নের জোট সংগঠন ইত্যাদি। এদিকে, চুক্তিতে আমেরিকাভিত্তিক কোনো ব্যবসাপ্রতিষ্ঠান স্বাক্ষর না করায় অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান এবং শ্রমিক সংগঠনগুলো হতাশা প্রকাশ করেছে।
রাইজিংবিডি/ এএম
রাইজিংবিডি.কম