ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বাজেট বাস্তবায়নে বৈষম্য কমানোয় নজর থাকবে’

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বাজেট বাস্তবায়নে বৈষম্য কমানোয় নজর থাকবে’

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) একটা লক্ষ্যমাত্রা ধরেছে ঠিকই। কিন্তু এই জিডিপি অর্জনে সরকারের চেষ্টা সীমাবদ্ধ থাকবে না। আমাদেরকে জিডিপির সুফল প্রান্তিক মানুষের কাছেও পৌঁছে দিতে হবে। এই লক্ষ্য নিয়েই সরকার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে মনোযোগী হবে।

শনিবার (২০ জুন) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ভার্চুয়াল  সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের আয়-ব্যয় ও ভোগে বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূরীকরণে বাজেটে সুনির্দিষ্ট দিক-নির্দেশনাও রয়েছে। সামাজিক সুরক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোয় নজর দেওয়া হয়েছে।

তিনি বলেন, একটা খাতে বরাদ্দ বাড়াতে গেলে সীমাবদ্ধ আয়ে থেকে অন্য খাতে কমাতে হবে। আমাদের এই আয়-ব্যয়ের সমন্বয় করেই সামনে এগোতে হবে। তবে সরকারের এখন মূল লক্ষ্যই হচ্ছে মানুষকে বাঁচাতে হবে।



শাহ আলম/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়