ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজস্ব ফাঁকি রোধে আগস্টে চালু হচ্ছে ডিজিটাল চালান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজস্ব ফাঁকি রোধে আগস্টে চালু হচ্ছে ডিজিটাল চালান

ভুয়া চালানে রাজস্ব ফাঁকি রোধে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি বা ডিজিটাল চালানের পরীক্ষামূলক যাত্রা শুরু করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কর অঞ্চল-৪ এর মাধ্যমে চলতি আগস্ট মাসেই ডিজিটাল চালান চালু করছে। এর নাম দেওয়া হয়েছে ‘এ চালান’।  এর ফলে করদাতার ঘরে বসেই ওই চালানের মাধ্যমে করের টাকা পরিশোধ করতে পারবে।  

শনিবার (৮ আগস্ট) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআর সূত্রে জানা যায়, এ পদ্ধতি পুরোপুরি চালু হলে করদাতারা ঘরে বসেই নিজের ব্যাংক হিসাব থেকে ‘এ চালান’ তৈরি করতে পারবেন।  তবে যেসব করদাতার অনলাইন ব্যাংক সুবিধা আছে কেবল তারাই এটি ব্যবহার করতে পারবেন।  সেক্ষেত্রে একটি বারকোড থাকবে।  করদাতা ‘এ চালান’ তৈরির সঙ্গে সঙ্গে সরকারি কোষাগারে টাকা জমা হয়ে যাবে।  বার্ষিক কর বিবরণী জমার সময় এ চালান ব্যবহার করতে পারবেন করদাতারা।  চলতি অর্থবছরের ডিসেম্বরের মধ্যে এটি পুরোপুরি চালু হবে।  তবে আপাতত ব্যাংকে গিয়ে ‘এ চালান’ করতে হবে। 

বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। যেখানে রিটার্ন জমা দেয় ২০-২২ লাখ টিআইএনধারী।  অন্যদিকে অনলাইনে রিটার্ন জমার সুযোগ থাকলেও বছরে মাত্র ৬ হাজারের মতো অনলাইনে রিটার্ন জমা দেন।  

এম এ রহমান/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়