ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সেপ্টেম্বরে ডিএসই’র সেরা ব্রোকার লঙ্কাবাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১ অক্টোবর ২০২০   আপডেট: ২২:১৮, ১ অক্টোবর ২০২০
সেপ্টেম্বরে ডিএসই’র সেরা ব্রোকার লঙ্কাবাংলা

চলতি বছরের সেপ্টেম্বরে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তালিকায় আগস্ট মাসের মতো এবারও শীর্ষে অবস্থান করছে লঙ্কাবাংলা সিকিউরিটজ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আগের মাসের মতো তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল মানেজমেন্ট। একইভাবে তৃতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ।

সেপ্টেম্বরে শীর্ষ ২০ ব্রোকারেজ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, ইবিএল সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, শেলটেক ব্রোকারেজ, ইউনাইটেড সিকিউরিটিজ, এবি সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ।

ঢাকা/এনটি/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়