ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিদেশি বিনিয়োগ টানতে সহজ হচ্ছে কর কাঠামো

কেএমএ হাসানত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১১ অক্টোবর ২০২০  
বিদেশি বিনিয়োগ টানতে সহজ হচ্ছে কর কাঠামো

সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) টানতে করপোরেট ট্যাক্সসহ অন্যান্য কর কাঠামো সহজ করার উদ্যোগ নিচ্ছে সরকার।  এই লক্ষ‌্যে  প্রধানমন্ত্রীর মুখ‌্য সচিব ড. আহমদ কাইকাউসের তত্ত্বাবধানে সুপারিশমালা তৈরি হচ্ছে।  অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।  

আইআরডি সূত্রে জানা গেছে, করোনার কারণে জাপানি ব‌্যবসায়ীরা চীন থেকে ভিয়েতনামসহ কয়েকটি দেশে তাদের বিনিয়োগ স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছেন। বাংলাদেণে জাপানের বিনিয়োগ টানতে প্রচেষ্টা চালাচ্ছে। তবে, জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিদ্যমান কর কাঠামো, অর্থ স্থানান্তরসহ বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন।

জাপানের বিনিয়োগকারীদের সংগঠন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের  (জেট্রো) আবাসিক প্রতিনিধি ইউজি আন্দো সম্প্রতি বলেছেন, ‘এখনো সুযোগ রয়েছে, বাংলাদেশ হতে পারে জাপানের অন্যতম বিনিয়োগের স্থান। সেজন্য বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।  অবকাঠামোগত উন্নয়ন হলেও এখনো অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে। ব‌্যবসায়ীরা আরও বিনিয়োগবান্ধব পরিবেশ চান।  কর সংক্রান্ত অনেক বিষয় আছে, যেগুলো দ্রুত সংস্কার করলে জাপানসহ অন্যান্য বিদেশি বিনিয়োগকারীর জন্য বাংলাদেশ আকর্ষণীয় স্থান হবে।’ 

ইউজি আন্দো আরও বলেন, ‘চীন থেকে যে পরিমাণ কোম্পানি কারখানা স্থানান্তর করবে বলে অনেকে মনে করছেন, বাস্তবে ততটা হবে না।  কোম্পানিগুলো কারখানা চীনে রেখে অন্যান্য দেশে নতুন কারখানা করতে পারে।  তবে, কারখানা স্থানান্তরের ক্ষেত্রে আসিয়ানভুক্ত দেশগুলো অগ্রাধিকার পাবে।’

জেট্রোর আবাসিক প্রতিনিধি বলেন, ‘জাপানের যেসব কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে, তার ৭০ ভাগ কোম্পানি ব্যবসা সম্প্রসারণে আগ্রহী।’ 

চীন থেকে এফডিআই স্থানান্তরিত করার ঘোষণার পর বাংলাদেশে বৈদেশিক সরাসরি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে একটি সুপারিশ তৈরি করতে  উচ্চ ক্ষমতাসম্পন্ন  একটি  কমিটি গঠন করা হয়।  গত ১০ সেপ্টেম্বর ট্যাক্স সুবিধার সঙ্গে সম্পর্কিত সুপারিশ করার জন্য আয়কর নীতি, শুল্ক নীতি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) নীতি নিয়ে কাজ করেছেন, এনবিআরের এমন সদস্যদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে।  কমিটির  সদস্যদের মধ্যে শুল্কনীতি সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাট পলিসির সদস্য মাসুদ সাদিক ও শুল্ক নীতিমালার দ্বিতীয় সচিব মোহাম্মদ মেহরাজ-উল-আলম সম্রাট রয়েছেন।  

এসব বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে কর কাঠামোসহ অন্যান্য বিষয় আরও সহজ করা হচ্ছে।’ বিশেষ করে যেসব জাপানি ব‌্যবসায়ী বিনিয়োগের জন‌্য নতুন জায়গা খুঁজছেন, তাদের আকৃষ্ট করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।

ঢাকা/এনই 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়