ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএসইর এমডি কাজী সানাউল হকের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৩০, ২২ অক্টোবর ২০২০
ডিএসইর এমডি কাজী সানাউল হকের পদত্যাগ

শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। গত ৮ অক্টোবর তিনি পদত্যাগপত্র জমা দেন বলে ডিএসই সূত্রে জানা গেছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত ৯৭২তম ডিএসইর পর্ষদ সভায় কাজী সানাউল হকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। সভা শেষে বিকেলে ডিএসইর একজন পরিচালক রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না শর্তে ওই পরিচালক বলেন, কাজী সানাউল হক আগেই ডিএসইর পর্ষদকে পদত্যাগের বিষয়টি অবহিত করেছিলেন। মূলত, পদত্যাগের কারণ হিসেবে তিনি-ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। ডিএসই আগামী পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কাজী সানাউল হক চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগ দেন। ডিএসই তাকে এমডি পদে ৩ বছরের জন্য নিয়োগ দিয়েছিল।
ডিএসইতে যোগ দেওয়ার আগে কাজী ছানাউল হক রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি ছিলেন। ২০১৭ সালের আগস্টে আইসিবির এমডি হিসেবে নিয়োগ পান তিনি।

ঢাকা/এনটি/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়