ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লভ্যাংশ ঘোষণা করেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৭ অক্টোবর ২০২০  
লভ্যাংশ ঘোষণা করেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের (২০১৯-২০২০) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৭৯ পয়সা এবং এনএভি ১২ টাকা ১৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিকে তালিকাভুক্ত হওয়ার প্রথম বছর কোম্পানিটির মুনাফায় ধস নেমেছে। তার প্রভাব পড়েছে লভ্যাংশে। বিশ্বব্যাপী করোনার পাদুভাবের সঙ্গে দেশে লক ডাউনের কারেণ কপারটেকের আয়ে ধ্বস নেমেছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা/এনএফ/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়