RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১২ ১৪২৭ ||  ১১ জমাদিউস সানি ১৪৪২

শেয়ারহোল্ডারদের বিওতে ডমিনেজ স্টিলের আইপিও’র শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৬ নভেম্বর ২০২০  
শেয়ারহোল্ডারদের বিওতে ডমিনেজ স্টিলের আইপিও’র শেয়ার

ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে (বিও হিসাবে) জমা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে জমা হয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৬ নভেম্বর কোম্পানিটি আইপিও লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। কোম্পানিটির গত ১৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলে ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময়ে কোম্পানিটির ৩০ কোটি টাকা শেয়ার পেতে ৫৮০ কোটি টাকার বেশি আবেদন জমা পড়ে। অতিরিক্ত আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

ডমিনেজ স্টিল বিল্ডিং আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেয়। ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। আইপিওর অর্থদিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্টলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ১৯.৮১ টাকা। কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

ঢাকা/এনএফ/এসএম

সর্বশেষ

পাঠকপ্রিয়