RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৪ ১৪২৭ ||  ১৩ জমাদিউস সানি ১৪৪২

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ২৮ নভেম্বর ২০২০   আপডেট: ১০:৩৫, ২৮ নভেম্বর ২০২০
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০- এ উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২১ লাখ ২১ হাজার ৫৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৩ কোটি ৫ লাখ ৯৮ হাজার টাকা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচানায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের ১ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ২২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮২ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) ৩ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৮ কোটি ৩ লাখ ৫ হাজার টাকা।

চতুর্থ স্থানে থাকা নর্দান ইসলামি ইন্স্যুরেন্সের ১ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার টাকা।

পঞ্চম স্থানে থাকা এডিএন টেলিকমের ৯৭ লাখ ৩২ হাজার ১১৩টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৫২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সপ্তাম স্থানে স্কয়ার ফার্মসিউক্যালস, অষ্টম স্থানে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, নবম স্থানে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও দশম স্থানে ব্র্যাক ব্যাংক রয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়