ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪২ কোটি টাকার নতুন মেশিন কিনবে অলিম্পিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ৩০ নভেম্বর ২০২০  
৪২ কোটি টাকার নতুন মেশিন কিনবে অলিম্পিক

শেয়ারবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ৪২ কোটি টাকার নতুন মেশিন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১.৮০ মিটার প্রস্থের ক্র্যাকার এবং হার্ড বিস্কুট লাইন আমদানি করবে। এছাড়া কোম্পানি আনসিলারি অ্যান্ড প্যাকেজিং মেশিনারি, ফ্লোর অ্যান্ড সুগার হ্যান্ডেলিং সিস্টেম ও গ্যাস জেনারেটর মেশিন কিনবে।  এসব মেশিনের মধ্যে কিছু আইটেম ইতালি, চীন, হংকং, ভারত এবং স্থানীয় উৎস থেকে সংগ্রহ করবে। মেশিনারি আমদানি করতে কোম্পানির ৪২ কোটি টাকা ব্যয় করবে। কোম্পানিটি নগদ এবং ব্যাংকের মাধ্যমে এই অর্থায়নের যোগান দেবে।

নতুন মেশিন স্থাপন করা হলে কোম্পানির ব্যয় নিয়ন্ত্রণ, কোম্পানির পণ্যের মান স্থিতিশীলকরণ ও  উন্নয়ন, উচ্চ মান সম্পন্ন পণ্য উৎপাদনে সাহায্য করবে। এতে কোম্পানির উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পাবে।

তানিম/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়