ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রণোদনার কৃষিঋণ মিলবে ৩১ মার্চ পর্যন্ত

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২৯ ডিসেম্বর ২০২০  
প্রণোদনার কৃষিঋণ মিলবে ৩১ মার্চ পর্যন্ত

করোনায় ক্ষতিগ্রস্ত কৃষিকদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ গ্রাহক পর্যায়ে বিতরণের সময়সীমা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর ) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য গ্রাহকপর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে, ১৩ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে কৃষিঋণ বিতরণের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কৃষিঋণ বিতরণে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় নতুন করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক।

হাসান/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়