ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএসইর প্রধান সূচক ৫৮০০ পয়েন্ট ছাড়ালো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১২ জানুয়ারি ২০২১  
ডিএসইর প্রধান সূচক ৫৮০০ পয়েন্ট ছাড়ালো

দেশের পুঁজিবাজারে মঙ্গলবার (১২ জানুয়ারি) সূচকের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৮০০ পয়েন্ট ছাড়িয়েছে। লেনদেনের পরিমাণও বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৫ কোটি ৬১ লাখ টাকা। ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত আছে ৬১টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৫৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৯৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির। সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়