ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শুধু বোনাস লভ্যাংশ দেওয়ায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে শাস্তি 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৯ মার্চ ২০২১  
শুধু বোনাস লভ্যাংশ দেওয়ায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে শাস্তি 

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট কোম্পানি অতিরিক্ত করারোপের আওতায় পড়বে। 

এ কারণে শুধু ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে পুরো বোনাসের ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে; যা ২০ শতাংশ নগদ লভ্যাংশের সমান। 

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্রে উল্লেখ রয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের ওপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

আয়করের এ বিধান থাকা সত্ত্বেও সোমবার (৮ মার্চ) প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ৬ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৯৪৪ টাকার বোনাস শেয়ার দেবে কোম্পানিটি।

এখন প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে ৬ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৯৪৪ টাকার উপর ১০ শতাংশ হারে ৬৭ লাখ ৭৭ হাজার ৪৯৪ টাকা কর দিতে হবে। 
 

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়