ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাজ করার জন্য সুস্থ অর্থনীতি পাচ্ছি না: বিএসইসি চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ৪ এপ্রিল ২০২১  
কাজ করার জন্য সুস্থ অর্থনীতি পাচ্ছি না: বিএসইসি চেয়ারম্যান

করোনা থেকে বের হতে না হতে আরেকটা করোনার ধাক্কায় পড়ে গেছেন বলে  মন্তব‌্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, ‘আমি কোনভাবেই কাজ করার জন্য  সুস্থ অর্থনীতি পাচ্ছি না। সুস্থতা কখন আসবে জানি না। এর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে।’

রোববার (৪ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত ‘ওয়ার্কশপ অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস’ শীর্ষক প্রোগ্রামে বিএসইসি চেয়ারম‌্যান এসব কথা বলেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘পৃথিবীর কোথাও ক্যাপিটাল মার্কেট বন্ধ থাকে না। আমরা তো বিশ্ব থেকে আলাদা হয়ে যেতে পারি না। সব জায়গায় যেরকম আমাদেরও সেরকম হতে হবে। আমরা যেহেতু ডিজিটাল প্ল‌্যাটফর্ম করে ফেলেছি, আশা করি ঘরে বসে হলেও ডিজিটালি কাজ করতে পারবো। টেলিফোনে কাজ করতে পারবো, মোবাইলে কাজ করতে পারবো।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা পুঁজিবাজার বন্ধ করবো না। আজকে আমরা ব্যাংকিং আওয়ার দেখবো, ব্যাংকিং আওয়ার দেখে ট্রেডিং আওয়ার ফিক্সড করবো। এটা কিন্তু খুব সহজ কাজ না, এটার বিরুদ্ধেও কিন্তু চ্যালেঞ্জ আছে। কিন্তু আমরা ইকোনোমির সঙ্গে থাকতে চাই। ব্যাংকিং আওয়ার যদি ছোট হয়, আমরাও ছোট করবো। ব্যাংকিং আওয়ার নরমাল হলে আমরাও নরমাল রাখবো।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, লকডাউন ঘোষণা দিলেও এবার সরকার কলকারখানা সব খোলা রেখেছে, কৃষি কাজও চলছে। যেন উৎপাদনে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সরকার লক্ষ্য রেখেছে। উৎপাদন যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে দেশের উন্নয়ন সব স্থবির হয়ে যাবে এবং আমরা সমনের দিকে এগিয়ে যেতে পারবো না।’

ঢাকা/এনএফ /এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়