ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পতনমুখী বাজারে দর বৃদ্ধিতে অধিকাংশই বিমা কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৪৫, ৮ এপ্রিল ২০২১
পতনমুখী বাজারে দর বৃদ্ধিতে অধিকাংশই বিমা কোম্পানি

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ এপ্রিল) পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধিতে অধিকাংশই ছিল বিমা কোম্পানি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে আটটিই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান।এরমধ্যে প্রভাতী ইন্স্যুরেন্স আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১১৮ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটি শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৯৯ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে— অগ্রনী ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, রূপালী ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল লিমিটেড।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ