ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার কোটি টাকার বেশি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১০ এপ্রিল ২০২১  
বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার কোটি টাকার বেশি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে লেনদেনের সময় সীমিত করা হয়েছে। এর মধ্যেই গত সপ্তাহে বাজারে লেনদেন বেড়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। এ সময় বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ১৬ হাজার ২৪২ কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ৫৮ হাজার ৬৮০ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৯ হাজার ২৩৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকায়। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৫৫৯ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৭০ হাজার ৯০০ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৫৮৩ কোটি ৫০ হাজার টাকায়। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৬৮২ কোটি ৬৯ লাখ টাকা। পুরো পুঁজিবাজারে বা দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার ২৪২ কোটি টাকা। 

গেল সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৩২৪ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৩৪৪ টাকার। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪.৫৮ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৬০৬ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৫৮৬ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৮.৩৪ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৮টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে ২৯৭ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩১ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৫১১ টাকার। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৩১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১২ পয়েন্ট কমে ৯ হাজার ১৯০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৯০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৯৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত আছে ৪৭টির।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়