ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফান্ড ব্যবহারে সময় পেলো এডিএন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১৫ এপ্রিল ২০২১  
ফান্ড ব্যবহারে সময় পেলো এডিএন

আইটি খাতের প্রতিষ্ঠান এডিএন টেলিকম প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করেছিল। সেই ফান্ড এখনো ব্যবহার করতে পারেনি। ফলে কোম্পানিকে ফান্ড ব্যবহার করতে আরও সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির বিএমআরই প্রকল্পে ২৮ কোটি ৮৫ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা ব্যবহারের মেয়াদ ২ বছর বাড়ানো হয়েছে। এতে ফান্ড ব্যবহারের মেয়াদ ২০২২ সালের ৩১ ডিসেম্বরে শেষ হবে।

ডাটা সেন্টারের জন্য ৩ কোটি ২৬ লাখ ৩২ হাজার ৮১৩ কোটি টাকা ব্যবহারের সময় এক বছর অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পরযন্ত বাড়ানো হয়েছে। ডাটা সেন্টারের ঠিকানা পরিবর্তন করা হয়েছে।

এছাড়া কোম্পানির ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৩১ টাকা সিটি ব্যাংকের ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছে।  যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানি ঋণ পরিশোধ করবে।

এনএফ/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়