ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩ মাস পর ঋণের কিস্তি দিলেও খেলাপি নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২০ এপ্রিল ২০২১  
৩ মাস পর ঋণের কিস্তি দিলেও খেলাপি নয়

আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা ৩ মাস পর ঋণের কিস্তি দিলেও ঋণখেলাপি বলা যাবে না। মঙ্গলবার (২০ এপ্রিল)  বাংলাদেশ ব‌্যাংক থেকে জারি করা এক সার্কুলারে  এই তথ‌্য জানানো হয়েছে।

সার্কুলারটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নিকট পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনার  প্রভাবে কারণে আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা ঋণের চলতি বছরের মার্চের কিস্তি আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করলেও ঋণখেলাপি করা যাবে না। এতে ঋণের কিস্তি পরিশোধে তিন মাস সময় পেলেন গ্রাহকরা।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে করোনার প্রভাব বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ শ্রেণিকরণ বিষয় ইতোপূর্বে শিথিলতা আনা হয়েছিল। কোভিড থেকে উদ্ভূত কোনো কারণে যেসব গ্রাহক সাময়িকভাবে তাদের ঋণের কিস্তি পরিশোধে সমস্যার সম্মুখিন হবেন, তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের মার্চ মাসের ঋণের কিস্তি জুন মাস পর্যন্ত পরিশোধ করতে পারবেন গ্রাহক। এ সময় ঋণ শ্রেণিকরণ (খেলাপি) করা যাবে না। একইসঙ্গে দণ্ড সুদ ও অতিরিক্তি ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।

ঢাকা/এনএফ/এনই/ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়