ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্লক মার্কেটে ১৭ কোম্পানির লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২২ এপ্রিল ২০২১  
ব্লক মার্কেটে ১৭ কোম্পানির লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ১৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সিলকো ফার্মার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ১ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার টাকা। এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে আরডি ফুড। কোম্পানিটির ১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আছে—অগ্রণী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ