ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাথাপিছু আয় বেড়েছে ৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১৮ মে ২০২১  
মাথাপিছু আয় বেড়েছে ৯ শতাংশ

প্রতীকী ছবি

করোনা মহামারির মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির থাকলেও গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার বা ১৪ হাজার টাকা। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৯ শতাংশ।

মঙ্গলবার (১৮ মে) প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এনইসির ভার্চুয়াল সভায় এসব তথ‌্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও অন‌্য কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় অংশ নেন।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলার বা ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা। গত ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৬৪ ডলার বা ১ লাখ ৭১ হাজার ৬০৮ টাকা।
 

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়