ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তার মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৩০ জুন ২০২১  
করোনায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শরীয়তপুর শাখার ম্যানেজার এইচ এম ইদ্রিস মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩০ জুন) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর গ্রিণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। ব্যাংকটির শরীয়তপুর শাখার কর্মকর্তা সবুজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সকালে শরীয়তপুরের নড়িয়ায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো পড়ুন:

জানা গেছে, এইস এম ইদ্রিস ১৯৮৬ সালে ন্যাশনাল ব্যাংকে যোগ দেন। দীর্ঘ ৩৪ বছর তিনি সততা ও আন্তরিকতা সঙ্গে ব্যাংকের দায়িত্ব পালন করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ। এইচ এম ইদ্রিসসহ এই পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের মে মাস পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০০ ব্যাংককর্মী। তাদের মধ্যে ১৩৩ জন মারা গেছেন। সর্বোচ্চ সংখ্যক কর্মী মারা গেছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের। ব্যাংকটিতে এখন পর্যন্ত ২৫ জন কর্মী মারা গেছেন।

এনএফ/মেয়া

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়