ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওরিয়ন ইনফিউশনের আয় কমেছে ১৯ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৫ জুলাই ২০২১  
ওরিয়ন ইনফিউশনের আয় কমেছে ১৯ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নয় মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১৯ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির পুরো তিন প্রান্তিকে নয় মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩৮ পয়সা। সেই হিসাবে কোম্পানির আয় কমেছে ২৬ পয়সা বা ১৮ দশমিক ৮৪ শতাংশ।

শুধু তৃতীয় প্রান্তিকে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৪ পয়সা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়