ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৪ জুলাই ২০২১  
বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ জুলাই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন চলাকালীন সময় ৫ কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকটে পড়েছে। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, যেসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়েছে সেগুলো হলো- জিকিউ বলপেন, পেপার প্রসেসিং, তমিজউদ্দিন টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর এবং মুন্নু ফেব্রিক্স।

জিকিউ বলপেন : মঙ্গলবার জিকিউ বলপেনের শেয়ার দর ছিল ১১৮.৩০ টাকা।  আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৩০.১০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ১১.৮০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

পেপার প্রসেসিং : মঙ্গলবার কোম্পানির শেয়ার দর ছিল ১০৫.৩০ টাকা।  আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১১৫.৮০ টাকায় বেচাকেনা হয়েছে।  কোম্পানির শেয়ার দর ১০.৫০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

তমিজউদ্দিন টেক্সটাইল : মঙ্গলবার কোম্পানির শেয়ার দর ছিল ৭৮.৪০ টাকায়।  আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৮৬.২০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ৭.৮০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

বেঙ্গল উইন্ডসোর : মঙ্গলবার কোম্পানির শেয়ার দর ছিল ২৪.৩০ টাকায়।  আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৬.৭০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।

মুন্নু ফেব্রিক্স: মঙ্গলবার কোম্পানির শেয়ার দর ছিল ২৩.৫০ টাকায়।  আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৫.৮০ টাকায় লেনদেন হয়েছে।  কোম্পানির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। দর বাড়ার এক পর্যায়ে কোম্পানিগুলোর শেয়ারে বিক্রেতা সংকটে পড়ে। 

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়