ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫ কোটি টাকা পেলো সায়হাম কটন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৯ জুলাই ২০২১   আপডেট: ১০:২৫, ১৯ জুলাই ২০২১
১৫ কোটি টাকা পেলো সায়হাম কটন

কারখানায় অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিমা দাবির ১৫ কোটি টাকা পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড।

সোমবার (১৯ জুলাই) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে বীমা করা ছিল সায়হাম কটনের। আর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ১৫ কোটি টাকা দিলো সায়হাম কটন। গত বছরের ১৫ অক্টোবর রাতে হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত সায়হাম কটনের কারখানায় আগুন লাগে। এতে সুতা উৎপাদনের জন্য গুদামে মজুদ করে রাখা সব কাঁচা তুলা পুড়ে যায়। একই সঙ্গে গুদামের অবকাঠামো নষ্ট হয়। এ ঘটনায় কোম্পানির ৫৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ২২১ টাকা লোকসান হয়েছে। প্রতিষ্ঠানটির গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে কোম্পানিটির বীমা করা ছিল। ক্ষতির বিপরীতে বীমা দাবি হিসেবে গ্রীন ডেল্টা কোম্পানিটিকে ৪২ কোটি ২ লাখ ৬৪ হাজার ১১৪ টাকা পরিশোধ করবে। এ অর্থের মধ্যে ১৫ কোটি টাকার চেক দিয়েছে সায়হাম কটনকে। যা সায়হাম কটনের পর্ষদ গ্রহণ করে পর্ষদে অনুমোদন করে। পুঁজিবাজারে সায়হাম কটন ২০১২ সালে তালিকাভুক্ত হয়েছে।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়