ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দাম কমার শীর্ষে ফ্যামিলিটেক্স বিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৫ জুলাই ২০২১  
দাম কমার শীর্ষে ফ্যামিলিটেক্স বিডি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২৫ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ফ্যামিলিটেক্স বিডির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার দাম কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ফ্যামিলিটেক্স বিডির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫.৩০ টাকা। ২৫ জুলাই কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর কমে দাঁড়িয়েছে ৪.৮০ টাকায়। ফলে, কোম্পানিটির শেয়ারের দাম ০.৫০ টাকা বা ৯.৪৩ শতাংশ কমেছে।

ডিএসই’র দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম কমেছে তুংহাই নিটিংয়ের ৮.৮২ শতাংশ, আরএন স্পিনিংয়ের ৮.৬৯ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৮.৪৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.০৪ শতাংশ, জাহিনটেক্সের ৬.৪৫ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৬.০৬ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৯৩ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫.৮১ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.১৪ শতাংশ।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ