বিক্রেতা সংকটে ২ কোম্পানির শেয়ার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে সোমবার (২৬ জুলাই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দুই কোম্পানির শেয়ার দর বাড়ায় সেগুলো বিক্রিতে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়নি। শেষ পর্যন্ত কোম্পানি দুটির শেয়ার বিক্রেতা সংকটে পড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকটে পড়েছে সেগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার এবং গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড।
জানা গেছে, রোববার বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার দর ছিল ৪২.৩০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬.৫০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
গ্লোবাল হেভি কেমিক্যাল: গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৭.৭০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪১.৪০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৮১ শতাংশ বেড়েছে। দর বাড়ার এক পর্যায়ে কোম্পানিগুলোর শেয়ারে বিক্রেতা সংকট দেখা দেয়।
ঢাকা/এনএফ/ইভা