সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ন্যাশনাল হাউজিং
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১২ আগস্ট) কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহ শেষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৪৭ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৬১ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৪ টাকা বা ২৯.৭৯ শতাংশ।
এদিকে, ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে মিরাকলের ২৩.৮৪ শতাংশ, এপোলো ইস্পাতের ২৩.৬৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১৫.৮৬ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১৫.৮৬ শতাংশ, আইপিডিসির ১৫.২৩ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১৫.১১ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১৪.৯৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৪.৬৩ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের ১৪.২৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।
ঢাকা/এনটি/ইভা