ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সম্প্রসারণের পরিকল্পনা করছে আনোয়ার গ্যালভানাইজিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১৭ আগস্ট ২০২১  
সম্প্রসারণের পরিকল্পনা করছে আনোয়ার গ্যালভানাইজিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রকল্পটি কোম্পানির পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

জানা গেছে, সম্প্রসারণের সঙ্গে উৎপাদন বৃদ্ধির কাজে সহায়তার জন্য বিদ্যুতের প্রয়োজন। এলক্ষ্যে আনোয়ার গ্যালভানাইজিং ১ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য ডেসকোর কাছ থেকে অনুমোদনপত্র পেয়েছে। সম্প্রসারণ প্রকল্পে কোম্পানির অতিরিক্ত ২ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। কোম্পানিটির নিজস্ব সম্পদ এবং ধার করে এই প্রকল্পে অর্থায়ন করবে।  সম্প্রসারিত প্রকল্পে কোম্পানির উৎপাদন প্রতি বছর ২ হাজার ৪১৭ মেট্রিক টন বৃদ্ধি পাবে। ২০২২ সালের চতুর্থ প্রান্তিক থেকে প্রকল্পটি চালু করা হবে। সম্প্রসারণ প্রকল্প চালু হলে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা প্রতি বছর ৪ হাজার ৭২৫ মেট্রিক টন দাঁড়াবে।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়