বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে বুধবার (১ সেপ্টেম্বর) ঊর্ধ্বমুখি ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন চলাকালীন সময়ে ৫ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে সেগুলো হলো: মিথুন নিটিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল এবং তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার মিথুন নিটিংয়ের শেয়ার দর ছিল ২২ টাকা। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪.২০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: আগের কার্য দিবসে কোম্পানির শেয়ার দর ছিল ১১৬.২০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৭.৮০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১১.৬০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: আগের কার্য দিবসে কোম্পানির শেয়ার দর ছিল ১৪১.৫০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫৫.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১৪.৬০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
তমিজউদ্দিন টেক্সটাইল: আগের কার্য দিবসে কোম্পানির শেয়ার দর ছিল ১০৩.৯০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৪.২০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১০.৩০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
তাল্লু স্পিনিং: আগের কার্য দিবসে কোম্পানির শেয়ার দর ছিল ১২.৫০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩.৭০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৬০ শতাংশ বেড়েছে। এভাবে শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।
ঢাকা/এনএফ/ইভা