ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাষ্ট্রায়ত্ত্ব ৬ ব্যাংকের পরিচালন মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণ

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৯:০৬, ২ সেপ্টেম্বর ২০২১
রাষ্ট্রায়ত্ত্ব ৬ ব্যাংকের পরিচালন মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণ

চলতি ২০২১-২০২২ অর্থবছরে ৬ রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংককে পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা তিন হাজার ৭৬৮ কোটি টাকা বেঁধে দেওয়া হয়েছে।

এর মধ্যে ব্যাংকগুলোকে ৪১৬ কোটি নিট মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত অর্থবছরের(২০২০-২০২১) তুলনায় মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৬৬ কোটি টাকা এবং নিট মুনাফা ১০৫ কোটি টাকা বেশি।

এছাড়াও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৬০ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে সোনালী ব্যাংকে একহাজার ৭০০ কোটি টাকা পরিচালন মুনাফা ও ৮০০ কোটি টাকা নিট মুনাফা, জনতা ব্যাংককে ৯০০ কোটি টাকা পরিচালন মুনাফা ও ৪৫ কোটি টাকা নিট মুনাফা, অগ্রণী ব্যাংককে ২৮ কোটি টাকা পরিচালন মুনাফা ও ১০৫ কোটি টাকা নিট মুনাফা, রূপালী ব্যাংককে ৩০০ কোটি টাকা পরিচালন মুনাফা ও ৬০ কোটি টাকা নিট মুনাফা, বিডিবিএল’কে ৬০ কোটি টাকা পরিচালন মুনাফা ও ৫ কোটি টাকা নিট মুনাফা এবং লোকসানী বেসিক ব্যাংককে ৮ কোটি টাকা পরিচালন মুনাফা ও ১ কোটি টাকা নিট মুনাফা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অবশ্য গত অর্থবছর বেসিক ব্যাংককেই নিট মুনফা অর্জনের লক্ষ্য দেওয়া হয়েছিল মাত্র এক কোটি টাকা। কিন্তু ব্যাংকটি বছর শেষে মুনাফাতো দূরের কথা লোকসানই দিয়েছে ৩১৩ কোটি টাকারও বেশি।

জানা গেছে, গত অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সোনালী ও জনতা লক্ষ্যমাত্রার বেশি পরিচালন মুনাফা অর্জন করেছে। অন্যদিকে পরিচালন মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে অগ্রণী, রূপালী ও বিডিবিএল ব্যাংক। আর একমাত্র লোকসানী ব্যাংক হচ্ছে বেসিক ব্যাংক।

গত ২০২০-২০২১ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের মোট পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৬০ কোটি টাকা। এর বিপরীতে পাঁচটি ব্যাংক মোট পরিচালনা মুনাফা অর্জন করেছে ৩ হাজার ২২৭ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ সার্বিকভাবে পাঁচটি ব্যাংকের মোট পরিচালন মুনাফা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। অন্যদিকে ১ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রার বিপরীতে বেসিক ব্যাংক লোকসান দিয়েছে ৩১৩ কোটি ৫৭ লাখ টাকা।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২০-২০২১ অর্থবছরে ১ হাজার ২০০ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রার বিপরীতে সোনালী ব্যাংক ১ হাজার ৬৬২ কোটি টাকা এবং ৮০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে জনতা ব্যাংক ৮৬৫ কোটি ৫৭ লাখ টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে।

অন্যদিকে ৭০০ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রার বিপরীতে অগ্রণী ব্যাংক ৫৪৫ কোটি টাকা, ৩০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রূপালী ব্যাংক ১০৯ কোটি টাকা এবং ৬০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিডিবিএল ৪৫ কোটি ৪৪ লাখ টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে।

সার্বিকভাবে পাঁচটি ব্যাংক সমাপ্ত অর্থবছরে মোট লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিচালন মুনাফা অর্জন করলেও এর আগের অর্থবছরের তুলনায় ব্যাংকগুলোর মোট পরিচালন মুনাফা কমেছে।

২০১৯-২০২০ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত পাঁচটি বাণিজ্যিক ব্যাংক মোট পরিচালনা মুনাফা অর্জন করেছিল ৪ হাজার ৫৭২ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে গত অর্থবছরে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা কমেছে ১ হাজার ৩৪৫ কোটি ৭৪ লাখ টাকা।

এছাড়া ২০১৯-২০২০ অর্থবছরে বেসিক ব্যাংকের লোকসানের পরিমাণ ছিল ৩১৯ কোটি ৭ লাখ টাকা। সে হিসাবে গত অর্থবছরে সাড়ে ৬ কোটি টাকা লোকসান কমিয়ে এনেছে ব্যাংকটি।

এদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের কারণে পরিচালন মুনাফার বিপরীতে ব্যাংকগুলোর নিট মুনাফার পরিমাণ খুবই নগণ্য। গেল ২০২০-২০২১ অর্থবছরে ছয়টি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংকের নিট মুনাফার পরিমাণ হচ্ছে ৩১১ কোটি টাকা। ২০১৯-২০২০ অর্থবছরে একই ব্যাংকগুলোর নিট মুনাফার পরিমাণ ছিল ৩৯০ কোটি ৫৮ লাখ টাকা। এছাড়া কোনো নিট মুনাফা নেই বিডিবিএল-এর এবং লোকসানে রয়েছে বেসিক ব্যাংক।

গত অর্থবছরে সোনালী ব্যাংক ১৫০ কোটি টাকা, জনতা ব্যাংক ৪০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ৭৬ কোটি টাকা ও রূপালী ব্যাংক ৪৫ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।

ঢাকা/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়