ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ ৩ কোম্পানির পর্ষদ সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ১৫ সেপ্টেম্বর ২০২১  
আজ ৩ কোম্পানির পর্ষদ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি তাদের পূর্ব ঘোষিত পরিচালনা পর্ষদের সভা করবে আজ বুধবার (১৫ সেপ্টম্বর)। এসব কোম্পানির মধ্যে কোনটি প্রান্তিক আবার কোনটি সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

যেসব কোম্পানির পর্ষদ সভা করবে সেগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সমতা লেদার এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

এরমধ্যে বেলা সাড়ে ৩টায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা, কোম্পানিটি ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য তা প্রকাশ করবে। একই সঙ্গে লভ্যাংশ ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, বিকেল ৪টায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে এবং বিকেল ৫টায় সমতা লেদার কমপ্লেক্সের সভায় ২০২১ সালের ৩১ মার্চ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়