ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসই-সিএসই’তে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২১  
ডিএসই-সিএসই’তে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ সেপ্টেম্বর) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। এদিকে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ৫৬.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৯৬.৫৫ পয়েন্টে। এর আগে ৯ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ৭ হাজার ২৫৮.৪৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।

একইভাবে ডিএসই-৩০ সূচক ৩৭.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৪৯.৩৬ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ১২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৬৮.৭৮ পয়েন্টে।
দিন শেষে ডিএসইতে ৩৭৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। ডিএসইতে এদিন ২ হাজার ৯৮ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকার বেশি।

এদিকে, বুধবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৯৯.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬১০.৭১ পয়েন্টে। এর আগে ৯ সেপ্টেম্বর সিএসইএক্স সূচক ১২ হাজার ৬৭৮.৫৪৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।

আর সার্বিক সিএএসপিআই সূচক ১৬৬.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ২৪.৩৪ পয়েন্টে। এছাড়া, সিএসআই সূচক ১২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৮.১৮ পয়েন্টে।

এদিন, সিএসইতে ৩১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। দিন শেষে সিএসইতে ৭২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়