ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আন্তর্জাতিক গণমাধ্যমের সহযোগিতা চাইলেন বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২১  
আন্তর্জাতিক গণমাধ্যমের সহযোগিতা চাইলেন বিজিএমইএ সভাপতি

বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়নে আন্তর্জাতিক গনমাধ্যমের সহযোগিতা চাইলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

গত ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে সোর্সিং জার্নালের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডওয়ার্ড হার্টজম্যান (Edward Hertzman) এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), এমপি এবং বর্তমান বোর্ডের সহ-সভাপতি মিরান আলী ও পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব এসময় উপস্থিত ছিলেন। 

বিজিএমইএ নেতৃবৃন্দ সোর্সিং জার্নালের প্রতিষ্ঠাতাকে সাম্প্রতিককালে বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে যে অসাধারণ অগ্রগতি সাধিত হয়েছে তা জানান।

এসময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের অনন্য অর্জনসমূহ এবং ইতিবাচক গল্পগুলো বিশ্ববাসীকে জানাতে সোর্সিং জার্নালসহ আন্তর্জাতিক গণমাধ্যমের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। 

তারা আলোচনা করেন কীভাবে সোর্সিং জার্নাল বিজিএমইএর সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, বিশেষ করে এদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। 

সোর্সিং জার্নাল হচ্ছে পোশাক এবং টেক্সটাইল এক্সিকিউটিভদের জন্য একটি বিখ্যাত বাণিজ্য প্রকাশনা। যা সোর্সিং এবং ম্যানুফ্যাকচারিং এর ওপর নজর রাখে।

শিশির/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়