Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১২ ১৪২৮ ||  ২০ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ ফের বাড়লো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২১  
পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ ফের বাড়লো

বাড়লো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ফের বাড়ানো হয়েছে। নানা অনিয়মের পর আর্থিক সংকটে পড়ে বন্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ করে স্টক এক্সচেঞ্জ। বন্ধের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পিপলসর লিজিংয়ের লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পর্ষদ। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এর আগে ৪৭ বার এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। এবার ৪৮ বারের মতো লেনদেনের মেয়াদ বাড়ানো হয়েছে। কোম্পানির শেয়ার প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়