ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সিআরও খুঁজছে সিএসই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৮ সেপ্টেম্বর ২০২১  
সিআরও খুঁজছে সিএসই

প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খুঁজছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিআরও পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। আগ্রহী প্রার্থীকে আগামী ১০ অক্টোবরের মধ্যে এ পদের জন্য আবেদন করতে হবে।

সিআরও পদের জন্য সিএসই যোগ্য পেশাদারদের আবেদন করার আহ্বান জানিয়েছে।

সিআরও পদের জন্য বাণিজ্য অথবা অর্থনীতি অথবা আইন বিষয়ের স্নাতক ডিগ্রিধারী আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএস পেশাদার পদে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও আগ্রহী প্রার্থীকে অবশ্যই দেশের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান রাখতে হবে। পাশাপাশি পুঁজিবাজার সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কেও জানতে হবে। প্রার্থীকে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। এছাড়াও জটিল নিয়ন্ত্রক বিষয়গুলো ব্যাখ্যা করার ক্ষমতাসহ চমৎকার উপস্থাপনের দক্ষতা থাকতে হবে।

বাছাইকৃত সংক্ষিপ্ত সংখ্যাক প্রার্থীদের সিএসই ঢাকা এবং চট্টগ্রাম অফিসে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে ও আবেদন করতে সিএসইর (https://www.cse.com.bd/home/career) ওয়েবসাইটের ভিজিট করতে হবে।

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়