ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যাংক খোলা আজ, লেনদেন চলবে ১টা পর্যন্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৩০ এপ্রিল ২০২২   আপডেট: ১১:৫৯, ৩০ এপ্রিল ২০২২
ব্যাংক খোলা আজ, লেনদেন চলবে ১টা পর্যন্ত

ফাইল ফটো

সীমিত সংখ্যক লোকবল দিয়ে দুপুর ১টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ সারা দেশের কিছু নির্দিষ্ট এলাকায় ব্যাংক খোলা থাকবে আজ। এসব শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করার জন্য আগেই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে অধিক পরিমাণে লেনদেন সংঘটিত হচ্ছে বিধায় ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বেড়েছে। সর্বসাধারণের সুবিধার্থে শনিবার (৩০ এপ্রিল) সকাল ৯.৩০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বেলা ২.৩০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এছাড়া, গতকালও (শুক্রবার) সকাল ৯.৩০টা থেকে বেলা ১১.৩০টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়েছিল। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল।

নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগও আজ সীমিত পরিসরে খোলা থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

এনএফ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়