ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চার ব্যাংকের মুনাফা বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১২ মে ২০২২   আপডেট: ১১:৩০, ১২ মে ২০২২
চার ব্যাংকের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকগুলোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো- যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

যমুনা ব্যাংকের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭২ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিলো ১.৬০ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.১২ টাকা বা ৭ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৩৩ টাকায়।

প্রিমিয়ার ব্যাংকের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিলো ০.৫৬ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.০৯ টাকা বা ৯ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.১২ টাকায়।

পূবালী ব্যাংকের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৯ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিলো ০.৯৮ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.২১ টাকা বা ২১ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকায়।

এক্সিম ব্যাংকের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিলো ০.০৫ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.২০ টাকা বা ৪০০ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৯৭ টাকায়।

ঢাকা/এনটি/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়