ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ইস্টার্ন হাউজিং

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১ অক্টোবর ২০২২  
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ইস্টার্ন হাউজিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫ থেকে ২৯ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৩.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৬.৬০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর ২৩.৫০ টাকা বা ২৫.২৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন হাউজিং ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ২৪.০৬ শতাংশ, বিবিএসের ১৭.৫৬ শতাংশ, এডিএন টেলিকমের ১৬.৮০ শতাংশ, ইন্ট্রাকো রিফিউলিংয়ের ১৩.৯৬ শতাংশ, বিডিকম অনলাইনের ১০.৬৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১০.০৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.১৭ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৮.৬৮ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর ৭.৮০ শতাংশ বেড়েছে।

ঢাকা/তানিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়