সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের দুই দিনের কর্মবিরতির ঘোষণা

কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনের দাবিতে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্টস এসোসিয়েশন সোমবার থেকে দুই দিন দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটির মহাসচিব মো. সুলতান হোসেন খান। এ সময় সংগনের সভাপতি শামছুর রহমান ছাড়াও ঢাকা ও চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্টরা উপস্থিত ছিলেন।
ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্টস এসোসিয়েশনের মহাসচিব মো. সুলতান হোসেন খান বলেন, কাস্টমস এজেন্টস লাইসেন্সিং রুল-২০২০ এ যেসব বিধি-বিধান সিএন্ডএফ এজেন্টদের অধিকার ও স্বার্থবিরোধী সেগুলো বাতিল করে সংশোধনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কর্তৃপক্ষের কাছে প্রস্তাব করেছি। কিন্তু বরাবার যোগাযোগ করলেও এনবিআর কোনো সারা দেয়নি। এনবিআর আইনের কোনো বিধি-বিধান সংশোধনের পদক্ষেপ গ্রহণ করেনি।
তিনি বলেন, আইন সংশোধনের দাবিতে সোমবার ও মঙ্গলবার দুইদিন সারাদেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি পালনের ঘোষণা করলাম।
/এনএফ/সাইফ/
আরো পড়ুন