ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লিস্টিং ফি পরিশোধের অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ৯ ফেব্রুয়ারি ২০২৩  
তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লিস্টিং ফি পরিশোধের অনুরোধ

তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লিস্টিং ফি পরিশোধ করার অনুরোধ জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ডিএসইর ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে উল্লেখ করা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ৪২ অনুযায়ী তালিকাভুক্ত যেসব কোম্পানি বিগত বছরের লিস্টিং ফি পরিশোধ করেনি, তাদের দ্রুত তা পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। চলতি বছরের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত পূর্ববর্তী সকল বকেয়া পরিশোধ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে লিস্টিং পরিশোধে ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/এনটি/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়