ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৩১ মে ২০২৩   আপডেট: ১৫:৪৭, ৩১ মে ২০২৩
ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান

ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেহেরিয়ার এম হাসান। তিনি আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন।

আহসান মনসুর ছয় বছর স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালনের পর ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালকের পদ থেকে অবসর নিয়েছেন। তার পরিবর্তে পরিচালনা পর্ষদের নমিনেটেড ডিরেক্টর মেহেরিয়ার এম. হাসান ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩১ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

পরিচালনা পর্ষদের এই পরিবর্তন গত মঙ্গলবার (২৯ মে) থেকে কার্যকর হয়েছে৷ মেহেরিয়ার এম. হাসান নভেম্বর, ২০২০ এ ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে নমিনেটেড ডিরেক্টর হিসেবে যোগদান করেন।

যুগান্তকারী উদ্ভাবন ও বৈপ্লবিক পরিবর্তনে ৩৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন হাসান ডিজিটাল ব্যাংকিংয়ের জগতে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ও উদ্ভাবক। বিশ্বের বৃহত্তম কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক বিজনেস মডেল তৈরি করতে তিনি সফলভাবে ডিজিটাল বিতরণ চ্যানেল তৈরি করেছেন। বিশেষ করে, ওয়েলস ফার্গোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি ব্যাংকটির ডিজিটাল রূপান্তর যাত্রার এবং ডিজিটাল সেলস ও সার্ভিস চ্যানেলের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। তিনি ইউএস ব্যাংক-এর ডিজিটাল ব্যাংকিং বিজনেসের পরিকল্পনা, ডিজাইন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়