ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

সিগারেটের ব্যয় বাড়ছে, আগের দামেই বিড়ি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১ জুন ২০২৩   আপডেট: ১৭:৫২, ১ জুন ২০২৩
সিগারেটের ব্যয় বাড়ছে, আগের দামেই বিড়ি

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের বাজেট পেশ করা হয়েছে আজ। এর পরিমাণ ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এবারের বাজেটে সিগারেটসহ অন্যান্য তামাকজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

নিম্ন স্তরের এক প্যাকেট (২০ শলাকার) সিগারেটের (যেমন: হলিউড, ডার্বি) দাম ৯০ টাকা, মধ্যম স্তরের (স্টার, নেভি) ১৩৪, উচ্চ স্তরের (গোল্ডলিফ) ২২৬ এবং অতি উচ্চ স্তরের (বেনসন, মালবোরো) সিগারেটের দাম ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সিগারেটের পাশাপাশি তামাকজাত দ্রব্য, যেমন: জর্দা ও গুলের দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে, বিড়ির দাম অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে। 

 

মেয়া/রফিক/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়