ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাজেটের ঝাঁজ পড়ছে বিরিয়ানিতে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ১ জুন ২০২৩  
বাজেটের ঝাঁজ পড়ছে বিরিয়ানিতে

নতুন বাজেটে বাসমতি চাল আমদানিতে ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে। বাসমতি চাল পোলাও, বিরিয়ানি ও কাচ্চির অন্যতম প্রধান উপকরণ। এই পণ্যটিতে ভ্যাট বসলে ভোজন রসিকদের খাওয়ার খরচ বাড়বে। বাড়বে পোলাও, বিরিয়ানি ও কাচ্চির দাম।

২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। সবশেষ বাজেটটি আগের অর্থবছরের চেয়ে ১২.৩৪% বড়। ২০২২-২৩ অর্থবছরে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১ জুন) বাজেট উপস্থাপনের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নেন অর্থমন্ত্রী। স্পিকারের অনুমতিক্রমে মন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেন। তার আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

‘উন্নয়নের দেড় দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে বাজেট বক্তৃতা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়