ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উসমানিয়া গ্লাসের উৎপাদন কার্যক্রম বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৩  
উসমানিয়া গ্লাসের উৎপাদন কার্যক্রম বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, দুলামিয়া কটন লিমিটেড এবং  রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের পর এবার উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের কার্যক্রম বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, তাদের একটি পরিদর্শক দল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির বর্তমান কার্যক্রম দেখার জন্য কারখানায় ২৬ সেপ্টেম্বর পরিদর্শনে যায়। ডিএসই পরিদর্শন দল কোম্পানিটির কার্যক্রম বন্ধ দেখতে পেয়েছে।

শেয়ারবাজারের বেঁধে দেওয়া নিয়ম প্রতিপালন, কারসাজি, উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখতে তালিকাভুক্ত ১৪ কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ডিএসই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর এই সিদ্ধান্তে অনুমোদন দেয়।

এরপর ডিএসইর পরিদর্শক দল নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দুলামিয়া কটন এবং রিজেন্ট টেক্সটাইলের বর্তমান উৎপাদন অবস্থা দেখতে কারখানা পরিদর্শনে যায়। পরিদর্শনে এই তিন কোম্পানির কারখানা বন্ধ পায় ডিএসই।

ডিএসই পরিদর্শনের অনুমতি পাওয়া অন্য কোম্পানিগুলো হলো– ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিলস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল, ফ্যামিলি টেক্সটাইল, কেয়া কসমেটিকস, খান ব্রাদার পিপি, ঢাকা ডাইং, জাহিন স্পিনিং এবং জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়