ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেমিস্টার ডে ২০২৩’ উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২১ নভেম্বর ২০২৩  
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেমিস্টার ডে ২০২৩’ উদযাপন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে গুলশান ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘সেমিস্টার ডে ২০২৩’-এর আয়োজন করা হয়।

শনিবার (১৮ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এ ছাড়াও, ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. রুহুল আমিন, ইংরেজি বিভাগের হেড মো. আনিছুর রহমান ও উক্ত বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

সেমিস্টার ডে উদযাপন উপলক্ষে ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের লেখা কবিতা, ছোটগল্প, ছড়া নিয়ে দেয়ালিকা প্রকাশ করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য আনুষ্ঠানিকভাবে দেয়ালিকাটির উদ্বোধন করেন। 

‘সেমিস্টার ডে ২০২৩’ অনুষ্ঠানে প্রথমে ইংরেজি বিভাগের নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অন্যদিকে, যারা এই বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন, তাদেরও আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। নবীন ও প্রবীণ ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে আনন্দময় করে তুলে। উপাচার্য ইংরেজি বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়