ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

আইসিবিকে বোনাস লভ্যাংশ দেওয়ার সম্মতি দেয়নি বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৩০ নভেম্বর ২০২৩  
আইসিবিকে বোনাস লভ্যাংশ দেওয়ার সম্মতি দেয়নি বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডকে সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২৩) ঘোষিত বোনাস লভ্যাংশ সংক্রান্ত সম্মতি এখনো দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আলোচ্য হিসাববছরে ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২.৫ শতাংশ বোনাস ও ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনও কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করেছে।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। তবে সেটা শুধু নগদ লভ্যাংশের জন্য প্রযোজ্য।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়