ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

শ্যামপুর সুগারের শেয়ারের দাম বাড়ার কারণ তদন্তের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১১ ডিসেম্বর ২০২৩  
শ্যামপুর সুগারের শেয়ারের দাম বাড়ার কারণ তদন্তের নির্দেশ

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত  শ্যামপুর সুগার মিলসের শেয়ারের অস্বাভা‌বিক দাম বাড়ার কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত রোববার (১০ ডিসেম্বর) বিএসইসি থেকে এ সংক্রান্ত একটি চিঠি ডিএসইকে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি’র চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর শ্যামপুর সুগারের শেয়ারের দাম ছিল ৯২ টাকা। আর গত ২৬ অক্টোবর শেয়ারটির দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫৬.২০ টাকায়। ফলে এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬৪.২০ টাকা বা ৭০ শতাংশ। অস্বাভাবিকভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার কারণ অনুসন্ধান করার জন্য ডিএসইকে ১৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সময়কালীন লেনদেনের ওপর তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়।

কমিটিকে পরবর্তী ২০ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ