ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

প্রতারণা: এমএলএম কোম্পানি অনপেসিভে লেনদেনে নিষেধাজ্ঞা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১৪ ডিসেম্বর ২০২৩  
প্রতারণা: এমএলএম কোম্পানি অনপেসিভে লেনদেনে নিষেধাজ্ঞা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে অনপেসিভ এমএলএম কোম্পানি। তাই, অনপেসিভে বিনিয়োগ, লেনদেন ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা করা হচ্ছে। সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অনপেসিভ (www.onpassive.com) নামের একটি এমএলএম প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। অনপেসিভ পঞ্জি স্কিমে ইতোমধ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণামূলক অপরাধ।

তাই, অনপেসিভ বা এ ধরনের প্রতারণামূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন, লেনদেনে সহায়তা ও প্রচার না করে অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এনএফ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়