ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি এগুতে পারে না: অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৯ জানুয়ারি ২০২৪  
মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি এগুতে পারে না: অর্থমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি চলতে পারে না। যারা অর্থনীতি নিয়ে গভীরভাবে ভাবেন না, তারাই মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে নির্বাচনে জয়ী হওয়ায় অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অর্থমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে চলে গেছে, সাংবাদিকদের এমন কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, গত ১৫ বছরের মধ্যে ৮ থেকে ১০ বছর মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে ছিল। এর থেকে ভালো অবস্থা হতে পারে না।

আপনি আবার নতুন সরকারের অর্থমন্ত্রী হবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা প্রধানমন্ত্রী ঠিক করবেন। তবে, যিনিই অর্থমন্ত্রী হোক না কেন, অর্থনীতিকে আরও গতিশীল করতে কাজ করবে সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উত্তীর্ণ হয়েছিল, যা সম্প্রতি কমেছে। তবে, আগামীতে ৩০ বিলিয়নের নিচে নামতে দেওয়া হবে না।

হাসনাত/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়