ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

এপিআই পার্কে একমি ল্যাবরেটরিজের উৎপাদন অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৩ মে ২০২৪  
এপিআই পার্কে একমি ল্যাবরেটরিজের উৎপাদন অনুমোদন

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) ইন্ডাস্ট্রিয়াল পার্কে এপিআই প্রকল্পের বৈধ ব্যাচের উৎপাদন অনুমোদন করেছে।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের এপিআই পার্কে ভ্যালিডেশন ব্যাচকে ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে একমি ল্যাবরেটরিজ। এর আগে নানা জটিলতায় এপিআই পার্কে কারখানা স্থাপন করেও কোম্পানিগুলো উৎপাদন শুরু করতে পারেনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির মোট পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০টি। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে ৩৯.৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১.১২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৮.৮৫ শতাংশ শেয়ার রয়েছে।


 

এনটি/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়